
কয়েকদিন ধরেই এমন একটি ফ্রীল্যান্সিং সাইট খুজতেছিলাম যেখানে ছোট খাট কাজ পাওয়া যায়। যারা অনলাইনে ডাটা এন্ট্রি কাজ করেন তারা ভালভাবেই জানেন যে একটি ডাটা এন্ট্রি কাজ পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। কম্পিউটারের সাধারণ ব্যবহার জানা থাকলেই এ ধরনের কাজ করা যায়। এজন্য প্রায় প্রতিটি মার্কেটপ্লেসে এক একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করতে শত শত আবেদন পড়ে। এদের মধ্য থেকে সুনির্দিষ্ট একজনকে বেছে নিতে ক্লায়েন্টদেরকে স্বীদ্ধান্তহীনতায় ভুগতে হয। এ জন্য প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নতুন ফ্রিল্যান্সাররা কিছুদিন বিড করার পর কাজ না পেয়ে শেষে ফ্রিল্যান্সিং করার আগ্রহই হারিয়ে ফেলে।
বিশেষ করে odesk এর মত আউটসোর্সিং সাইটে বিড করে কাজ পেতে কি পরিমান কষ্ট হবে প্রথম অবস্থায় যদি সদস্য না হউন তাহলে কল্পনাও করতে পারবেন না।
আজকে যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তাতে কাজ করার জন্য কোন বিড করতে হয় না। অর্থাৎ ইচ্ছে করলে এই মূহুর্ত থেকে কাজ শুরু করে দেয়া যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। সাইটটি হচ্ছে শর্টটাস্ক (http://www.shorttask.com)।
ধরা যাক, ফেসবুকের পেজ লাইক বা টুইটারে ফলো করার জন্য কেউ আপনাকে .03 $ দিবে। আপনি কি কাজটা করবেন না ? অবশ্যই করবেন।
প্রথম দেখায়ই সাইটটিকে ভাল লাগবে। শর্টটাস্ক সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৬০ মিনিট সময় লাগে। কোনো কোনো কাজে ২দিন সময়ও দেওয়া হয়। প্রতিটি কাজের মূল্য সর্বনিম্ন ০.০১ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৩ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। তাই কাজ পেতে অপেক্ষা করতে হয় না অন্যগুলোর মত। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ১০ ডলার হলেই পেপাল সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়।
আমার আয় এখনো পর্যন্ত ২.৪৭ $ নিচের ছবিতে ক্লিক করে দেখতে পারেন।
তবে এই সাইটের কোনো রেফারাল সার্ভিস নাই। শুধু মাত্র কাজ করে আয় করতে হবে। ইদানিংকালে এই সাইটকে অনুকরণ করে আরো অনেকগুলো ওয়েবসাইট চালু হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সাইট হচ্ছে
মানিবুকারস বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য অর্থ উত্তোলনের সহজ ও নিরাপদ পদ্ধতি Open an Account :- moneybookers
Signup to AlertPay today

1 comments:
ভাই, একটা কথা আপনি ভুল বললেন। http://www.microworkers.com আমার জানা মতে http://http://www.shorttask.com এর আগে খুলছে। microworkers সাইটটি shorttask না বরং shorttask ই microworkers কে অনুসরণ করে তৈরি।
একটি মন্তব্য পোস্ট করুন